শামসুল ইসলাম

সুমন সরদার ও তাঁর জন্মদিন

কোনো কোনো কাব্যকর্মী অত্যল্প সময়ের মধ্যেই নিজের প্রতিভার স্ফূরণ ঘটাতে সক্ষম। কবি সুমন সরদারও তাঁর কাব্যকর্মে এই প্রকাশ ঘটানোর কর্মটি তেমতনভাবে করতে সক্ষম হয়েছেন। এরকমের বিকাশ আমার নিজেকেই ঈর্শ্বান্বিত করে।

বস্তুত, শুধুই প্রচার কিংবা নিজস্ব প্রভাব একজন কবিকে কবি করে তুলতে কদাচ কখনো সক্ষম হলেও সর্বসময় সক্ষম হয় না। কবিতার অন্তর্গত প্রকরণের কারণেই সুমন সরদার বর্তমান অবস্থায় এসেছেন। এতে তাঁর নিষ্ঠার কমতি যে ছিল, তাঁর কর্মে তেমন চিহ্ন নেই। তাঁর কাব্যকর্ম স্বাভাবিক ভঙ্গিতে পাঠকগ্রাহ্য হয়ে উঠেছে, একথা অস্বীকার করার কারণ নেই। কবি সুমন সরদার আমার অনুজপ্রতিম। তাঁর কাব্যসাধনার প্রাত:লগ্নেই তাঁকে আমি চিনি। তাঁর প্রথম দিককার কবিতাগুলোর পাঠ থেকে শুরু করে অদ্যাবধি যে রচনাকার্য চলছে সেগুলোর সঙ্গেও আমার পরিচয় সমভাবের। কথা হচ্ছে, এই কাব্যসাধনার যে কতো কঠোর-কঠিন প্রকৃত কবি ছাড়া এইটে আর কে বুঝবে! ছন্দ, মাত্রা এবং অন্যান্য নান্দনিক অনুষঙ্গগুলো কবিতা রচনার ক্ষেত্রে কতো যে জরুরি তা অনেকেই বুঝতে চান না। আর চাইলেই পরিশ্রমের ভয়ে ওসবের দ্বারে-কাছে যান না। এ যাবৎ সুমন যে শিল্পকর্ম করে এসেছেন, তার সম্পর্কে চূড়ান্ত রায় দেবার প্রকৃষ্ট সময় যদিও এখনো আসে নি, তবে একটি কথা বলা যায়- ওসবে যদি তাঁর বিশ্বস্ততা সংরক্ষিত থাকে, তবে সুমনের কবিত্বশক্তি অটুট থাকবে এবং ভবিষ্যতে তিনি একজন স্বনামধন্য কাব্যশিল্পী হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করবেন।

কবি সুমন সরদারের যাত্রাপথের এই যাত্রা সার্থক হয়ে উঠবে এতে ভুল নেই।

* শামসুল ইসলাম ষাট দশকের বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক।

কাব্যালোচনা সূচিপত্র

পরিচিতি

প্রকাশনা

কবিতাকেন্দ্রিক প্রবন্ধ

কাব্যালোচনা

ইন্টারনেটে প্রথম বাংলা গ্রন্থ

Copyright © 2005 – 2006 sskobita.com All rights reserved   ||   Site designed by Byte Technologies